শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

নেত্রকোণায় গাঁজাসহ ৩ মাদক সেবনকারী আটক

নেত্রকোণা থেকে | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২১, ২০:৩২

নেত্রকোণায় গাঁজাসহ ৩ মাদক সেবনকারী আটক

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়ন থেকে শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে গাঁজাসহ ৩ মাদক সেবনকারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, কাজল বিশ্ব শর্মা, লিটন সরকার এবং মো. ইদ্রিস মিয়া।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানায়, দীর্ঘদিন ধরে তারা এলাকায় গাঁজার রাজত্ব বিস্তার করে আসছিল। এমনকি গ্রামবাসীর অভিযোগও ছিল তাদের বিরুদ্ধে। যার ফলে নষ্ট হচ্ছিল গ্রামের পরিবেশ। গ্রামের বিভিন্ন স্পটে গাঁজার আসর বসাতো তারা। এছাড়া মাদক কারবারের সঙ্গেও সরাসরি জড়িত ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুরী থানার বিশেষ ফোর্স উপ পরিদর্শক জিকরুল ইসলামের নেতৃত্বে এলাকায় অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়। তাদেরকে মাদক আইনে মামলা রজু করে নেত্রকোণা জেলহাজতে পাঠানো হবে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top