আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি থেকে | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২১, ১৮:৩১

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল প্রকার কার্যক্রম বন্ধ রয়েছে। রবিবার (২১শে ফ্রেবুয়ারী) সকাল থেকে এই বন্দর দিয়ে সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

হিলি সিএন্ডএফ এজেন্টের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারী ছুটি থাকায় আজ সকাল থেকে দুই দেশের মাঝে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ছুটি শেষে আগামীকাল সোমবার সকাল থেকে আবারো আমদানি-রপ্তানি শুরু হবে।

হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান,আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারী ছুটি হওয়ায় আমদানি-রপ্তানি বন্ধের পাশাপাশি বন্দরের সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top