চাঁদপুরে কনেসহ ট্রলার ডুবিতে নিখোঁজ ১

চাঁদপুর থেকে | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২১, ১৮:১৬

চাঁদপুরে কনেসহ ট্রলার ডুবিতে নিখোঁজ ১

চাঁদপুর সদরের শাহরতলী এলাকার বিআরএস ব্রিকফিল্ড সংলগ্ন ডাকাতিয়া নদীতে বিয়ের কনেসহ ট্রলার ডুবে ১ শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৪০ জন। ২১ শে ফেব্রুয়ারি রবিবার দিবাগত রাত ৮ টার সময় এ ঘটনা ঘটেছে। বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন লোকনাথ গীতা প্রচার সংঘ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি রতন চন্দ্র দাস।

তিনি জানান, বিয়ের কনেসহ চরমেশা থেকে হাজীগঞ্জের পাইকদীর উদ্দেশ্যে ট্রলারটি রওনা হয়েছিল। ট্রলারটি প্রায় ৪০ মিনিট চলার পর নদীর মাঝখানে বিপরীত দিক থেকে আসা চাঁদপুরগামী একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রলারে থাকা কনেসহ প্রায় ৪০ জন যাত্রী নদীতে ডুবে যায়। তবে নদীর স্রোত কম থাকায় সবাই সাঁতরিয়ে নদীর কিনারায় উঠতে সক্ষম হয়।

খোঁজ-খবর নিয়ে জানা যায়, ট্রলারে থাকা ওই বিবাহের কনের নাম নিপা দাস। তিনি চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পরেশ দাস ও সবীতা দাসের মেয়ে। নিপা ১ ভাই ১ বোনের মধ্যে বড়।

এ দুর্ঘটনায় ট্রলারে থাকা দুজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে চাঁদপুর সদর হাসপাতালে দ্রুত ভর্তি করা হয়েছে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top