শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

নাটোরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যে নিহত

নাটোর থেকে | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২১, ২০:১৩

নাটোরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যে নিহত

নাটোরের বড় হরিশপুর শ্মশানঘাট এলাকায় সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে মর্নিংওয়ার্ক করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বিষ্ণুপদ নামে নাটোরের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি নাটোর পুলিশ লাইন্সে ছিলেন।

পুলিশ লাইন্সের আরআই রমজান আলী খান তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে জানান, সোমবার সকালে মর্নিংওয়ার্কে বের হন ওই পুলিশ সদস্য। এসময় হরিশপুর শ্মশানঘাটের ৫০ মিটার আগে তাকে কোনো দ্রুতগামী যান চাপা দেয়।

স্থানীয় লোকজন তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। সম্ভবত চাপা দেওয়া যানটি ট্রাক হবে বলে তিনি মনে করছেন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top