• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


নবাবগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

হিলি থেকে | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২১, ১৪:৩৮

নবাবগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

দিনাজপুরের নবাবগঞ্জে হয়ে গেলো হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু ফাইনাল খেলা। সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় নবাবগঞ্জ উপজেলার শালখুড়িয়া ইউনিয়নের কুড়াহার প্রধান স্পোটিং ক্লাবের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করেন হিলির নিখিরা কল্যাণ কাব ও বয়রা স্পোটিং কাবের ১২ জন খেলোয়াড়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক । এসময় আরো উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার,উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল,সাধারন সম্পাদক শামীমসহ আরো অনেকে।

ফাইনাল খেলায় নিখিরা কল্যাণ ক্লাবকে ১৬ পয়েন্টে হারিয়ে বিজয়ী হয় বয়রা স্পোটিং কাব। পরে বিজয়ী দলের হাতে একটি গরু উপহার তুলে দেওয়া হয়।

খেলার আয়োজক নজরুল ইসলাম বলেন,গ্রাম বাংলার হারিয়ে যাওয়া হালত ডু ডু খেলা কে ফিরে আনতে ও মানুষকে আনন্দ দিতে আমাদের এই আয়োজন। এছাড়াও যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে এম আয়োজন। আগামীতে সহযোগিতা পেলে আরো বড় পরিসরে আয়োজন করা সম্ভব হবে।

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেন,গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলা গুলোকে ফিরে আনতে সব ধরনের সহযোগিতা করা হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসব খেলায় আর্থিকভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছি।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top