রাজশাহীতে ভেজাল প্রসাধনী জব্দ, আটক ১
রাজশাহী থেকে | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২১, ১৭:১৯
রাজশাহীতে ‘সজুকার মার্কেটিং অ্যান্ড ডিসট্রিবিউশান’ নামের একটি ভুয়া কোম্পানি থেকে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তখন কোম্পানির জিএম মো. এহেসানুল হক সোহেলকে আটক করা হয়। এহেসানুল কুষ্টিয়া জেলার খোকশা থানার কমলাপুর (দক্ষিণপাড়া) গ্রামের বাসিন্দা।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে নগর গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল নগরীর শালবাগান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেজাল পণ্যগুলো জব্দ করে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের বোয়ালিয়া মডেল থানার শালবাগান এলাকায় মেসার্স বন্ধন এন্টারপ্রাইজ নামের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। সেখানে ডিলারের অজান্তে ‘সজুকার মার্কেটিং অ্যান্ড ডিসট্রিবিউশন’ নামের একটি কোম্পানি বিভিন্ন প্রকারের ভেজাল প্রসাধনী তৈরি করে। এই ভেজাল পণ্যগুলো রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় ডিলারদের মাধ্যমে বাজারজাতও করা হয়।
আটকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।