টাঙ্গাইলে র্যাব পরিচয়ে চাঁদা দাবি, আটক ১
টাঙ্গাইল থেকে | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২১, ১৭:২৫
টাঙ্গাইল শহরের নিরালা মোড় থেকে র্যাব পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় মো. মিঠুন মিয়া নামে এক যুবককে আটক করেছে র্যাব। আটক মিঠুন শহরের কলেজ পাড়া এলাকার চান মিয়ার ছেলে।
বিষয়টি র্যাব-১২, কোম্পানি কমান্ডার-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. এরশাদুর রহমান রাত ১০ টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।
মো. এরশাদুর রহমান জানান, বিভিন্ন এলাকায় র্যাব ও পুলিশের পরিচয় দিয়ে ইতোপূর্বে বেশ কিছু লোকজনের কাছ থেকে মিঠুন মিয়া অনেক টাকা আত্মসাৎ করেছেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় অপর আসামী শহরের থানা পাড়া এলাকার মফিজ মিয়ার ছেলে মো. তৌহিদুল ইসলাম রাতুল পলাতক রয়েছে।
আসামীদ্বয়ের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ১৬২/১৭০/৪১৭ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। পরে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।