• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


গোপালগঞ্জে ইটভাটার ম্যানেজারসহ ২ জনকে ৪ লাখ টাকা জরিমানা

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২১, ১৪:৫৩

গোপালগঞ্জে ইটভাটার ম্যানেজারসহ ২ জনকে ৪ লাখ টাকা জরিমানা

গোপালগঞ্জে সরকারী জায়গার মাটি ক্রয় ও বিক্রি করার দায়ে প্রগতি গ্রীন ব্রিকস ম্যানেজারসহ দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে সদর উপজেলার পুরাতন মানিদাহ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো: মনোয়ার হোসেন।

সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো: মনোয়ার হোসেন জানান, দুপুরে সদর উপজেলার পুরতন মানিদাহ এলাকার প্রগতি গ্রীন ব্রিকসে অভিযান চালানো হয়। এসময় সরকারী জায়গার মাটি কিনে ইট তৈরী করে বিক্রির দায়ে ইট ভাটার ম্যানেজোর সবুর মোল্যাকে (৪১) আটক করা হয়। পরে ইট ভাটার মালিককে পাওয়া না গেলে ম্যানেজার সবুর মোল্যাকে তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করেন। পরে জরিমানার টাকা পরিশোধকরে ছাড়া পান।

এদিকে, সরকারী জায়গার মাটি কেটে ইট ভাটায় বিক্রি করার দায়ে মিজু বিশ্বাসকে (২১) আটক করা হয়। পরে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করেন। তিনিও জরিমানার টাকা জমা দিয়ে ছাড়া পান।

তিনি আরো জানান, পরিবেশ রক্ষায় এ আভিযান আগামীতেও চলবে।

এনএফ৭১/জেএস/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top