শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বাগেরহাটে গাঁজা চাষী আটক

বাগেরহাট থেকে | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২১, ১৬:৫৭

বাগেরহাটে গাঁজা চাষী আটক

বাগেরহাটের ফকিরহাটে গাঁজা গাছসহ মো. জোবায়ের শেখ নামের যুবক গাঁজা চাষীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব- ৬)। বুধবার (২৪ ফেব্রুয়ারি) র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহবুব আলমের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার দিয়াপাড়া মাদারবুনিয়া গ্রামের ফারুক শেখের বাড়ির পুকুর পাড় থেকে জোবায়েরকে আটক করা হয়। জোবায়ের দিয়াপাড়া মাদারবুনিয়া গ্রামের মো. ফারুক শেখের ছেলে।

জোবায়েরের দেওয়া তথ্যে তাদের পুকুর পাড় থেকে ৫টি গাঁজা গাছ জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।

এনএফ৭১/জেএস/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top