জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে
মাদারীপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ-মানববন্ধন
মাদারীপুর থেকে | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২১, ২০:২৯
জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মাদারীপুর সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।
পরে মিছিল নিয়ে কলেজ গেইট এলাকা এসে মাদারীপুর-শরিয়তপুর-চাঁদপুর মহাসড়ক অবরোধ করে তারা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ও জেলার গোয়েন্দা পুলিশ একঘন্টা পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে প্রশাসনের আশ্বাসে সড়ক থেকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
এ সময় ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা অনার্স ও মাস্টার্সসহ জাতীয় বিশ^বিদ্যালয়ের অধীনে চলমান পরীক্ষা নেয়ার দাবী জানান। তা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেন তারা।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।