গোপালগঞ্জে গাঁজাসহ ইউপি চেয়ারম্যান প্রার্থী গ্রেফতার
গোপালগঞ্জ প্রতিনিধি : | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০০:৫৮
গোপালগঞ্জে গাঁজাসহ টুঙ্গিপাড়া উপজেলার কুশলি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় দুইজনকে তিন মাস করে কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক বিধান কান্তি হালদার এ সাজা প্রদান করে। এর আগে টুঙ্গিপাড়া উপজেলার কুশলি ও সদর উপজেলার হরিদাসপুর থেকে এদের গ্রেফতার করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন, টুঙ্গিপাড়া উপজেলার কুশলি গ্রামের আ: রসিদ মোল্যার ছেলে ও কুশলি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো: গোলাম সরোয়ার মোল্যা (৩৩) এবং গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামের মৃত আহাদ আলী শেখের ছেলে মো: লালন শেখ (৪০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো: নাজমুল হাসান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুশলি গ্রামে অভিযান চালানো হয়। এসময় গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো: গোলাম সরোয়ার মোল্যাকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, সদর উপজেলার হরিদাসপুর গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো: লালন শেখকে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃত দুজনকে ভ্রামমান আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক বিধান কান্তি হালদার প্রথ্যেককে তিন মাসের কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
তিনি আরো জানান, সাজাপ্রাপ্ত মো: গোলাম সরোয়ার মোল্যা নিজেকে কুশলি ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগাম প্রচারণামূলক কার্যক্রম চালাচ্ছিলেন।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: গোপালগঞ্জ গোপালগঞ্জে
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।