হিলি আরনু জুট মিলে পাট অধিদপ্তরের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা
হিলি থেকে | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১৭:৫৮
হিলি আরনু জুট মিলে অভিযান চালিয়ে অবৈধভাবে ব্যবসা পরিচালনা ও লাইসেন্স নবয়ান না করার অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করেছে পাট অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মেসার্স আরনু জুটমিলে পাট অধিদপ্তরের পরিচালক (পাট) ও যুগ্নসচিব এস এম আরসাদ ইমাম অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। এসময় তাকে সহযোগিতা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম ও দিনাজপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোশারফ হোসেন।
যুগ্নসচিব ও পাট অধিদপ্তরের পরিচালক (পাট) এস এম আরসাদ ইমাম বলেন,হিলির মেসার্স আরনু জুট মিলে আজ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটির লাইসেন্স না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।