চুয়াডাঙ্গায় পাখি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১

চুয়াডাঙ্গা থেকে | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২১, ২০:৩০

চুয়াডাঙ্গায় পাখি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ব্যাটারি চালিত পাখি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিপন আলী নামের এক যাত্রী নিহত সহ আরও ২ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৯ টার সময় জেলার আলমডাঙ্গা উপজেলার খাসকবরা ভূমি অফিসের সামনেএই দূর্ঘটনা ঘটে। নিহত শিপন আলী উপজেলার পাইকপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। আহত হয়েছেন নিহত শিপন আলীর ছোট ভাই রিপন আলী, একই গ্রামের কালু মন্ডলের ছেলে পাখি ভ্যান চালাক ইকরামুল কবির।

আহত পাখি ভ্যান চালক ইকরামুল বলেন- নিহত শিপনের শ্যালিকার ছেলের সুন্নতে খাৎনার অনুষ্ঠানের মাংস কেনার জন্য আমরা পাখি ভ্যান নিয়ে সরোজগঞ্জ বাজারে যাচ্ছিলাম, এসময় ভ্যানটি আলমডাঙ্গার খাসকবরা ভূমি অফিসের সামনে পৌঁছালে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।এতে আমরা ৩ জন আহত হই পরে স্থানীয় লোকজন আমাদেরকে নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা,মাহবুবুর রহমান শিপনকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক ডা,মাহবুবুর রহমান জানান অতিরিক্ত রক্তক্ষরণের করানে হাসপাতালে নেওয়ার আগেই মারা যান শিপন এবং দুর্ঘটনায় আহত ব্যাক্তিদের সদর হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির বলেন দুর্ঘটনায় নিহতের মরাদেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top