খুলনায় বিএনপির সমাবেশ ঘিরে পরিবহন বন্ধ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২১, ২০:৫৪
খুলনায় বিএনপির সমাবেশ ঘিরে জেলার সকল রুটে পরিবহন বন্ধ রয়েছে। যার কারনে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবহণ বন্ধের সিদ্ধান্ত নেন জেলার বাস-মিনিবাস-কোচ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা।
মহানগর বিএনপির দাবি, শনিবার দুপুর আড়াইটায় নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে তাদের মহাসমাবেশ সফল না করার জন্যই প্রশাসনের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে, ধর্মঘট ছাড়াই কেনো বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হলো তার সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি সমিতির পক্ষ থেকে।
খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন বলছেন, বিএনপির মহাসমাবেশ উপলক্ষে যে কোনো ঝামেলা হতে পারে। ওই ঝামেলা এড়াতে বাস চালাতে অস্বীকৃতি জানিয়েছেন পরিবহন শ্রমিকরা।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: খুলনা বিএনপি বিএনপির সমাবেশ পরিবহন বন্ধ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।