চুয়াডাঙ্গা এক ট্রাক চালক গুলিবিদ্ধ, গুলিসহ আটক ১
চুয়াডাঙ্গা থেকে | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২১, ১৬:২০
চুয়াডাঙ্গায় প্রতিপক্ষের গুলিতে সাচ্চু নামের এক ট্রাকচালক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এঘটনায় বাকের নামের একজনকে গুলি সহ আটক করেছেন পুলিশ।
শনিবার (২৭ ফেব্রুয়ারী) আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে শহরের বাস টার্মিনাল এলাকায় এ হামলান ঘটনা ঘটে। শত্রুতার জেরে ধরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারেন বলে পুলিশ প্রাথমিক ধারণা করছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় বাস টার্মিনাল এলাকায় একটি ট্রাক মেরামতের দোকানে বসেছিলেন পৌর এলাকার মাঝেরপাড়ার আবফিন শেখের ছেলে ট্রাকচালক সাচ্চু শেখ। এসময় প্রতিপক্ষের বাকের ও সাকের সহ ৬-৭ জনের একটি দল সাচ্চুর উপর গুলি চালান। গুলিবিদ্ধ হয়ে সাচ্চু আহত হলে তাকে স্থানীরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সার্জারী বিভাগের চিকিৎসক ডা. ওয়ালিউর রহমান নয়ন জানান,সাচ্চু শেখর পেটের বাম পাশে গুলি লেগেছে, গুলিট তার শরীরের ভেতরে রয়েছে।উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পরপরই হামলাকারীদের আটক করতে সাঁড়াশি অভিযানে নামেন পুলিশ। অভিযানের একপর্যায়ে ঘটনাস্থলের পাশে একটি ভুট্টাক্ষেতে লুকিয়ে ছিলেন হামলাকারীদের একজন বাকের আলী। আটক করার সময় তার কাছ থেকে হামলার কাজে ব্যবহৃত ম্যাগজিন ভর্তি ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটককৃত বাকের আলী শহরতলীর নুরনগর বাগানপাড়ার সাহেব আলী' র ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম খান জানান, প্রাথমিক ভাবর ধারণা করা হচ্ছে শ্রত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারেন। শুক্রবার একটি ধর্মীয় অনুষ্ঠানে সাকেরের সঙ্গে সাচ্চু শেখের বাগবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে বাকের, সাকের সহ কয়েকজন এ ঘটনা ঘটাতে পারেন।
চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার ( সদর সার্কেল) জাহাঙ্গীর আলম জানান, হামলাকারীদের একজন বাকেরকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ম্যাগজিনভর্তি ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। হামলার কাজে ব্যবহৃত অস্ত্র সহ জড়িতদের ধরকে পুলিশি অভিযান অব্যাহত থাকবেন।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: চুয়াডাঙ্গা ট্রাক চালক আটক ১ গুলিবিদ্ধ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।