কোটালীপাড়ায় আগুনে পুড়ে গেছে ১৩টি দোকান
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২১, ১৯:০১
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ আগ্নিকান্ডে পুড়ে গেছে ১৩টি দোকান। আগুন নেভাতে গিয়ে অন্তত ৫ জন আহত হয়েছেন। এ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
রবিবার (২৮ ফেব্রুয়ারী) ভোর রাত দেড়টার দিকে কোটালীপাড়া উপজেলার মহুয়ার মোড় বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: নজরুল ইসলাম শেখ এ অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্টেশন অফিসার মো: নজরুল ইসলাম শেখ জানান, রাতে ওই বাজারের সোহাগ শেখের হোটেলের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
এসময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে বাজারের ওমর আলীর ফার্নিচারের দোকান, হুমায়ূন মোল্যার সাইকেল গ্যারেজের দোকান, মোজাফ্ফর লস্করের গ্যারেজের দোকান, সিদ্দিক লস্করের মিষ্টির দোকান, খোকন বসুর চায়ের দোকান, রাম বসু ফার্মেসির দোকান, নাহিদ খানের রেষ্টুরেন্টের দোকান, মাহাবুব খানের সাইকেল গ্যারেজের দোকান, কামরুল মোল্যার হোটেলের দোকান, বিপ্লব মোল্যার গ্যারেজের দোকান, বাবুল বিশ্বাসের ফার্মেসির দোকান ও ইব্রাহিম মোল্যার মেটালের দোকান পুড়ে যায়।
পরে খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের ১টি ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় দুই ঘন্টা চেষ্ঠার পর রাত সাড়ে তিনটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। এসময় আগুন নেভোতে গিয়ে অন্তত ৫জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ধারনা করা হচ্ছে এ অগ্নিকান্ডে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমান নিরুপন করা হচ্ছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী, খোকন বসু, নাহিদ খান, মাহাবুব খান বলেন, এ আগুনে আমাদের সব কিছু পুড়ে গেছে। এখন আমরা সর্বশান্ত হয়ে পড়েছি। এ অগ্নিকান্ডে আমাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, এ অগ্নিকান্ডে ১৩টি দোকান পুড়ে গেছে। এলাকার পরিবেশ এখন নিয়ন্ত্রনে রয়েছে। ক্ষতিগ্রস্থ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।