জামালপুরে ইভিএম পদ্ধতিতে ভোট না বোঝায় ধীরগতি
জামালপুর থেকে | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২১, ২০:০০
জামালপুরে ৩ পৌরসভায় নির্বাচনে ভোটগ্রহণ চলছে। জামালপুর, ইসলামপুর ও মাদারগঞ্জ পৌরসভায় শতভাগ ভোট ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোট নেওয়া হচ্ছে। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পযন্ত টানা ভোটগ্রহণ চলবে। তবে ইভিএম পদ্ধতিটি নতুন হওয়ায় ভোট প্রদানে ধীরগতি হচ্ছে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, শান্তিপূর্ণভাবে ভোট চলছে। ইভিএম পদ্ধতিতে এইবার প্রথম ভোটগ্রহণ চলছে জেলায়, কিছুটা বুঝতে না পেয়ে একটু ধীর গতি হতে পারে ।
ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ায় ভোটারদের মধ্যে বেশ উৎসাহ দেখা গেছে। ভোট শুরুর আগেই বেশিরভাগ কেন্দ্রের সামনে ভোটারদের উপচেপড়া ভিড় চোখে পড়েছে। আজ সকাল নয়টা থেকে সাড়ে নয়টা পযন্ত ইসলামপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের
এস,এম,এ আর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এ চিত্র দেখা গেছে।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জামালপুর, ইসলামপুর ও মাদারগঞ্জ পৌরসভায় ৬৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৭৭০ জন পুলিশ সদস্য, র্যাবের পাঁচটি টহল টিম, ৬ প্লাটুন বিজিবি ও ৩৩৬ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
তিন পৌরসভায় ১০ জন মেয়র, ৯৬ জন কাউন্সিলর ও ৩২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।