চুয়াডাঙ্গায় দলীয় মার্কা মুক্ত নির্বাচনের দাবীতে জাসদের মানববন্ধন

চুয়াডাঙ্গা থেকে | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২১, ২১:০১

চুয়াডাঙ্গায় দলীয় মার্কা মুক্ত নির্বাচনের দাবীতে জাসদের মানববন্ধন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দলীয় মার্কা মুক্ত নির্বাচনের দাবীতে জাসদের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। জানা গেছে, জেলার দামুড়হুদা উপজেলা সদরের চৌ- রাস্তার মোড়ে বিকার ৫ টার দিকে বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা শাখার আযোজনে ইউনিয়ন পরিষদসহ সকল স্থানীয় সরকারের দলীয় মার্কা মুক্ত নির্বাচনের দাবীতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

উপজেলা জাসদ নেতা আতিয়ার রহমান তেলার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু।মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জাসদের চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুল আলম সহ উজ্জ্বল, রোকন,আশরাফুল আলম,তারিকুল রহমান প্রমূখ।

মানববন্ধন কর্মসূচির বক্তব্যে আনিয়ারুল ইসলাম বাবু ইউনিয়ন পরিষদসহ সকল স্থানীয় সরকারের দলীয় মার্কা মুক্ত নির্বাচনের দাবীর জোর দাবী জানন।

এসময় তিনি কৃষক ভাইদের লক্ষ্যে দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামানের উদ্দেশ্য করে বলেন কৃষকরা যাতে করে তাদের উৎপাদনকৃত মূল্যবান ফসল ন্যায্যমূলে বিক্রয় করতে পারেন সে বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য অনুরোধ করেন।

এসময় তিনি আরও বলেন ধানের সীজনে সরকারের নির্ধারিত মূল্যে ধান বিক্রয়ের স্লিপ যাতে প্রকৃতি কৃষক ভায়েরা পেয়ে উপকৃত হতে পারেন তার সুব্যবস্থা করার দাবী জানান।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top