বাগেরহাটের ফকিরহাটে জাতীয় ভোটার দিবস উদযাপন
বাগেরহাট থেকে | প্রকাশিত: ৩ মার্চ ২০২১, ১৬:১২
বাগেরহাটের ফকিরহাটে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়’ শ্লোগানকে সামনে রেখে উপজেলা নির্বাচন অফিস দিবসটি পালনের আয়োজন করে।
মঙ্গলবার (২ মার্চ) সকাল ১০টায় নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) প্রদানের মাধ্যমে দিবসটির শুভ সুচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমান।
নতুন ভোটার নিবন্ধনের উদ্বোধন করেন ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মাসুম বিল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন শামীমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।