করোনায় পরীক্ষায় বসতে চান না মেডিকেল ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা
রাজশাহী প্রতিনিধি : | প্রকাশিত: ৪ মার্চ ২০২১, ২১:২৯
এবার পরীক্ষায় বসতে চান না মেডিকেল ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা। তারা ‘করোনায় মেডিকেল ভর্তি পরীক্ষা নয়, পিছিয়েছে সব বিশ্ববিদ্যালয় পেছাতে হবে মেডিকেলও’ এমন স্লোগানে মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করেন ২০২০-২০২১ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার্থীরা।
মানববন্ধন থেকে জানানো হয়, আগামী ২ এপ্রিল শুক্রবার ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে বেশ কিছু জটিলতা সৃষ্টি হবে।
মানববন্ধন থেকে বেশ কিছু সমস্যার কথা বলা হয়েছে- দেড় লাখ পরীক্ষার্থী এবং তিন লাখ অভিভাবকের জীবন-ঝুঁকি, প্রাইভেট মেডিকেল ভর্তি বিষয়ক জটিলতা, একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী হলেও দেশের বাকি সকল বিশ্ববিদ্যালয়ের সাথে সময়ের বৈষম্য, পরীক্ষা প্রাঙ্গণে কোন ভাবে করোনা আক্রান্ত রোগী পরীক্ষা দিতে গেলে মারাত্মক সংক্রামণ ঝুঁকি, পরবর্তী ভর্তি পরীক্ষাগুলোতে অংশগ্রহণে বাধা।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।