মাদারীপুরে আ.লীগের যৌথ সভায় ফের দুই গ্রুপের হাতাহাতির ঘটনা

মাদারীপুর প্রতিনিধি: | প্রকাশিত: ৬ মার্চ ২০২১, ০১:১৮

মাদারীপুরে আ.লীগের যৌথ সভায় ফের দুই গ্রুপের হাতাহাতির ঘটনা

৭ মার্চের ভাষণ, ১৭ মার্চ বঙ্গবন্ধু,র জন্মদিন ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাদারীপুরের রাজৈর উপজেলা আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং সকল সহযোগী সংগঠনের এক যৌথসভা আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (০৪ মার্চ) বিকাল ৪টায় রাজৈর বেপারীপাড়া মোড়স্থ দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।

প্রত্যক্ষদর্শীর মতে, সভার একপর্যায়ে বক্তব্য দেওয়া কে কেন্দ্র করে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জমির উদ্দিন খান ও জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাহাবুদ্দিন সাহার মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এরই জেরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান এমপি অনুযায়ী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম এর সমর্থকদের বাকবিতণ্ডা হাতাহাতি ও ধাক্কা ধাক্কির ঘটনা ঘটেছে। পরে অবশ্য উপস্থিত সিনিয়র নেত্রবৃন্দের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়। সভা শেষ হবার ঘন্টাখানিক পরে বদরপাশা ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থী জিয়া মাতুব্বর ও এমদাদুল হক পাট্টারু সর্মথকদের মাঝে মারামারির ঘটনাও ঘটে। এমতা অবস্থায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

রাজৈর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জমির উদ্দিন খান জানান,এটি একটি পরিকল্পিত হামলা।

তিনি আরো বলেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বক্তব্য দিতে গেলে শ্রমিক সভাপতি সাহাবুদ্দিন সাহা বাধা দিলে এ ঘটনা ঘটে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top