আইনমন্ত্রীর সামনে সংঘর্ষ, গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ মার্চ ২০২১, ২১:৫৮

আইনমন্ত্রীর সামনে সংঘর্ষ, গ্রেপ্তার ৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আইনমন্ত্রীর অনুষ্ঠানস্থলে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

রোববার (০৭ মার্চ) ভোরে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, কসবা তেতৈয়া এলাকার হৃদয় খাঁন (২২), মো. রাসেল (৩০), মো. কাইয়ুম (২২), মো. রবিন (২৫), সালাউদ্দিন (২৭), নোয়াপাড়ার রবিউল্লাহ (৩২)।

শুক্রবার (৫ মার্চ) কসবা উপজেলা অডিটোরিয়ামে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক স্মার্ট আইডি কার্ড বিতরণ ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‍্যাল উদ্বোধন অনুষ্ঠান ছিল। উদ্বোধনের কিছু আগে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। উদ্বোধনের পর মন্ত্রী চলে যাওয়ার পর আবার দফায় দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top