লক্ষ্মীপুরে নানা আয়োজনে ৭ মার্চ উদযাপন
লক্ষ্মীপুর প্রতিনিধি: | প্রকাশিত: ৮ মার্চ ২০২১, ০০:৫৭
লক্ষ্মীপুর জেলা প্রশাসন,সদর উপজেলা প্রশাসন, জেলা পুলিশসহ বিভিন্ন সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে ৭ মার্চ পালন করা হয়।
রোববার (০৭ মার্চ) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, চিত্রাঙ্কন,আবৃত্তি,নৃত্য,গান ভাষণ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর অবিস্মরণীয় “ঐতিহাসিক ৭ই মার্চ” জাতীয় দিবস হিসেবে উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন, লক্ষ্মীপুর সদর কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, আবৃত্তি, চিত্রাঙ্কন, সংগীত ও নৃত্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাজে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম। এ সময় তিনটি বিভাগে ৫ ক্যাটাগরির ৪৫ জন প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।