সৈয়দপুরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানাল ঢাকা আহ্ছানিয়া মিশন
নীলফামারী প্রতিনিধি: | প্রকাশিত: ৮ মার্চ ২০২১, ০২:০৩
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে ঢাকা আহ্ছানিয়া মিশন পরিচালিত “এডুকেশন সার্ভিসেস ফর আপলিফটমেন্ট অব আল্ট্রা-পুওর স্লাম ডুয়েলার্স প্রজেক্ট” এর পক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রোববার (৭ মার্চ) সকাল ৯টায় ঢাকা আহ্ছানিয়া মিশনের ফিল্ড অফিসের একটি টিম উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে এ পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় প্রশাসনের পক্ষে সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম ও সৈয়দপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র রাফিকা আকতার জাহান বেবী। ওইদিন বিকালে ঢাকা আহ্ছানিয়া মিশনের সৈয়দপুর ফিল্ড অফিসে প্রকল্পের সকল কর্মকর্তা, সুপারভাইজার ও অন্যান্য কর্মীদের নিয়ে এ দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা এ ঐতিহাসিক দিনে বঙ্গবন্ধুর ভাষণের পটভূমি ও স্বাধীনতা সংগ্রামের কথা উল্লেখ করে বক্তব্য দেন। সভায় ঢাকা আহ্ছানিয়া মিশনের সৈয়দপুর ফিল্ড অফিসের ফিল্ড ম্যানেজার বলেন, ‘১৯৭১ সালের পূর্ব বাংলার পরাধীন মানুষ যখন তাদের ন্যায্য দাবি আদায়ে রাজপথে নামার দীপ্ত শপথ নিয়েছিল ঠিক এসময় রেসকোর্স ময়দানে ৭ই মার্চ বিকালে বঙ্গবন্ধুর সেই সংগ্রামী ভাষণ বাঙালী জাতীকে স্বাধীনতার সংগ্রামে আরো বেশি উদীপ্ত করেছিল। তাঁর ভাষণ বুকে লালন করেই এদেশের শান্তিকামী মানুষ বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছে।
বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সৈয়দপুর ফিল্ড অফিসের মনিটরিং অফিসার নূরে আলম সিদ্দিকী, মাস্টার ট্রেইনার তৌহিদুল ইসলাম পাটোয়ারী, টেকনিক্যাল অফিসার জয়নাল আবেদীন ও শারমিন সুলতানাসহ সকল সুপারভাইজার উপস্থিত ছিলেন।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।