রাজশাহী সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার মহিষ-মাদক উদ্ধার

রাজশাহী প্রতিনিধি : | প্রকাশিত: ৯ মার্চ ২০২১, ০০:৫৪

রাজশাহী সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার মহিষ-মাদক উদ্ধার

রাজশাহীতে গত ৪৮ ঘন্টায় বিজিবি’র পৃথক পৃথক অভিযানে এক কোটি ৩৪ লাখ ৬৮ হাজার ৮৩০ টাকা মূল্যমানের ৫২টি মহিষসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসময় একজনকে আটক করা হয়। গত ৬ এবং ৭ মার্চ দিবাগত রাতে রাজশাহী সীমান্তের বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (০৮ মার্চ) রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, ৭ মার্চ রাত সাড়ে ৩টায় রাজশাহীর কাটাখালী থানাধীন ১০নং পদ্মারচর এলাকা থেকে ৫২টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়। এছাড়া পৃথক আরো ৫টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় মীরগঞ্জ বিওপি ২৩০ বোতল ফেনসিডিল, তালাইমারী বিওপি ১ (এক) জন আসামীসহ ৫০ বোতল ফেনসিডিল, ইউসুফপুর বিওপি কর্তৃক একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ৩৪৭ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা এবং শাহাপুর বিওপি ২৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top