শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

কোটালীপাড়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

কোটালীপাড়া থেকে | প্রকাশিত: ১০ মার্চ ২০২১, ২০:৩৮

কোটালীপাড়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় হায়দার আলী হাওলাদার (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে কোটালীপাড়া থানা পুলিশ।

মঙ্গলবার (০৯ মার্চ) দিবাগত রাতে কোটালীপাড়া থানার এসআই হিমেল রানার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গোয়ালংক ব্রিজের পাশ থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, গ্রেফতারকৃত হায়দার আলী হাওলাদার গোয়ালংক গ্রামের মৃত ইসহাক হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে কোটালীপাড়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত হায়দার আলী হাওলাদারের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top