গোপালগঞ্জে

নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১১ মার্চ ২০২১, ১৭:৫৩

নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

গোপালগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষন কেন্দ্র এ সেমিনারের আয়োজন করে।

বুধবার (১০ মার্চ) সকালে দিনব্যাপী গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের (টিটিসি) হল রুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইলিয়াছুর রহমান।

কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ এ কে এম শাহীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে জনশক্তি ও কর্মসংস্থান ব্যুারোর সহকারী পরিচালক আবু মোহাম্মদ রেজাউল করিম, গোপালগঞ্জ পলিটেকনিক কলেজের অধ্যক্ষ মাঈনুল আহসানসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা দালাল চক্রের ক্ষপ্পরে না পড়ে দক্ষ কর্মি হয়ে এবং চাকরির নিশ্চয়তা পাওয়ার পর দেশের বাইর যাওয়ার উপর গুরুত্ত্ব আরোপ করেন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top