কুষ্টিয়াতে হাসপাতালের পলেস্তারা খসে আহত ২
কুষ্টিয়া থেকে | প্রকাশিত: ১১ মার্চ ২০২১, ১৮:৫২
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বুধবার (১০ মার্চ) বিকেলে করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ছাদের পলেস্তারা খসে পড়ে চিকিৎসকসহ ২ জন আহত হয়েছেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দোতলায় অবস্থিত করোনারি কেয়ার ইউনিটের ছাদের নিচে সমান্তরালে সিলিং করা ছিলো।
তবে অনেক পুরোনো ভবন হওয়ায় ছাদের পলেস্তারা খসে পড়ে। এসময় চেয়ারে বসে কাজ করছিলেন সেখানকার কয়েকজন নার্স ও ইন্টার্নি চিকিৎসক। কিছু বুঝে ওঠার আগেই নার্স মৌসুমি, ইন্টার্নি চিকিৎসক তনুজার মাথার ওপর পলেস্তারা খসে পড়ে। এতে তারা বেশ আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, গণপূর্তর নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে। তিনি দ্রুত মেরামত করে দেবেন বলে জানিয়েছেন।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।