মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


গোপালগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহত

দুই ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১১ মার্চ ২০২১, ১৯:০১

গোপালগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহত

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বায়েজিদ ফকির নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় ২ ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চর পাথালিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষক বায়েজিদ ফকির সদর উপজেলার চর পাথালিয়া গ্রামের নাম এমদাদ ফকিরের ছেলে। তবে ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কৃষক বায়েজিদ ফকির জমিতে কাজ করতে যাবার সময় চর পাথালিয়ায় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন।

এসময় খুলনার দিক থেকে আসা একটা যাত্রীবাহী লোকাল বাস তাকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে মহাসড়কের পাশের একটি গাছের সাথে সাজোরে ধাক্কা খেলে ঘটনাস্থলেই নিহত হন।

এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত স্থানীয় জনতা এ ঘটনার প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়কের দুর্ঘটনাস্থলে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে দুই ঘণ্টা অবরোধ করে রাখে। এতে মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোষীদের গ্রেফতার ও শাস্তির আশ্বাস দিলে এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নেয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top