‘ঢাকা-জামালপুর রুটে হবে ডাবল লাইনের রেলপথ’
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ মার্চ ২০২১, ০২:২৫
রেলমন্ত্রী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন বলেন, ঢাকা-জামালপুর রুটে ডাবল লাইনের রেলপথের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এখন জামালপুর থেকে ঢাকা যেতে লাগে ৫ থেকে ৬ ঘণ্টা। আশা করি প্রকল্পটি বাস্তবায়িত হলে ভবিষ্যতে আপনারা ২ থেকে আড়াই ঘণ্টায় ট্রেনে করে ঢাকায় যেতে পারবেন।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা রুটে লাল-সবুজের নতুন কোচের আন্ত:নগর ব্রহ্মপুত্র ট্রেন সার্ভিসের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, জামালপুর সদরের এমপি মো. মোজাফফর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসতিয়াক হোসেন দিদার ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: ঢাকা জামালপুর ডাবল লাইনের রেলপথ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।