বৃহঃস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

সাঘাটায় সমবায় সমিতি নির্বাচন অনুষ্ঠিত

গাইবান্ধা থেকে | প্রকাশিত: ১২ মার্চ ২০২১, ০৫:২৬

সাঘাটায় সমবায় সমিতি নির্বাচন অনুষ্ঠিত

গাইবান্ধার সাঘাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা সমবায় অফিসারের কার্যালয়ে ভোট চলাকালীন দায়িত্বে ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তুহিন হোসেন, নির্বাচন কমিটির সভাপতি সমবায় অফিসার আব্দুল কাফি সরকার, নির্বাচন কমিটির সদস্য মহিলা বিষয়ক অফিসার পবন কুমার সরকার, কমিটির সদস্য শাহ আলম মন্ডল, বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনায়েত কবির।

ভোটে চুড়ান্ত ফলাফলে মঞ্জুর মোর্শেদ বাপী, আনারস প্রতীকে ৪১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসলেম উদ্দিন ছাতা প্রতীকে ২৮ ভোট পেয়েছেন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top