সদর হাসপাতালের চিকিৎসক সংকট দূর করতে হবে: এমপি মিসবাহ

সুনামগঞ্জ থেকে | প্রকাশিত: ১২ মার্চ ২০২১, ১৮:২৭

এমপি মিসবাহ

ঢাকা-সিলেট মহাসড়ককে সুনামগঞ্জ পর্যন্ত ৬ লেনে বর্ধিত করণ ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে শূণ্যপদে ডাক্তার নিয়োগের মাধ্যমে সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম চালুর দাবীতে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকাল সাড়ে ৫টায় সুনামগঞ্জবাসীর ব্যানারে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়। বিশাল গণসমাবেশে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী খুশনুর।

প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের জাতীয় পার্টির এমপি ও বিরোধী দলীয় হুইপ এড.পীর ফজলু রহমান মিসবাহ। গণ সমাবেশে এমপি মিসবাহ বলেন, ঢাকা সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীত করা হলেও সুনামগঞ্জকে বাদ দেয়া হয়েছে। সুনামগঞ্জবাসীর প্রাণের দাবি ঢাকা সিলেট মহাসড়ককে সুনামগঞ্জ পর্যন্ত ৬ লেনে উন্নীত করতে হবে এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪২জন ডাক্তারের শূন্য পদ পুরণ করে সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম জেলা সদর হাসপাতালে চালু করতে হবে।

অন্যথায় সুনামগঞ্জবাসী দুর্বার আন্দোলন গড়ে তুলবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন মনির, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক দুবারের উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান মাস্টার, সুনামগঞ্জ কলেজের সাবেক ভিপি ও জাতীয় পার্টি নেতা সাইফুর রহমান সমছুসহ জেলা ও উপজেলা পর্যায়ের জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

এ সময় এমপি আরও বলেন, ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪২জন চিকিৎসকের পদ শূণ্য রয়েছে। এসব পদে দ্রুত ডাক্তার নিয়োগ দিয়ে সুনামগঞ্জের ২৫ লাখ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে এবং জেলা সদর হাসপাতালে এক্সরে মেশিন, এক্সরে টেকনেশিয়ান, প্যাথলজিষ্টসহ গুরুত্বপূর্ণ পদগুলো পূরণ করতে হবে।

অন্যথায় সুনামগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে মহান সংসদে ও রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব বলে জানান তিনি। সেই সাথে জেলার সকল জনপ্রতিনিধির কাছে ঢাকা সিলেট মহাসড়ককে সুনামগঞ্জ পর্যন্ত ৬ লেনে বর্ধিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top