নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র-নগদ টাকাসহ গ্রেপ্তার ২
নোয়াখালী থেকে | প্রকাশিত: ১৩ মার্চ ২০২১, ১৮:৩১
নোয়াখালীর হাতিয়া উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও নগদ টাকাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। শনিবার (১৩ মার্চ) সকলে গ্রেপ্তারদের আদালতে নেওয়া হবে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ফেনী হাতিয়া থানাধীন ১ নম্বর হরণী ইউনিয়নের চরগাসিয়া মৌলভীর চর এলাকার আব্দুর রহিমের বসত ঘরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও নগদ টাকা জব্দ করে র্যাব।
এ সময় তাদের কাছ থেকে একটি ৬ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন সংযুক্ত বিদেশি পিস্তল, ১টি দেশীয় তৈরি এলজি, ১টি দেশীয় তৈরি ত্রি.এন.ত্রি রাইফেল সদৃশ্য এলজি, ১টি দেশীয় তৈরি এস.বি.বি.এল, ১টি ত্রি.কোয়ার্টার দেশীয় তৈরি এলজি, দুইটি দেশীয় তৈরি এলজি, ২২টি শর্টগানের তাজা কার্তুজ, ল্যাপটপের ব্যাগে থাকা নগদ ১১ লাখ ৩৫ হাজার টাকা জব্দ করা হয়। তাদেরকে এবং জব্দ করা অস্ত্র-গুলি ও নগদ টাকাসহ হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।