শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


আলেকজান্ডার বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড!

লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ১৪ মার্চ ২০২১, ২২:৪১

আলেকজান্ডার বাজারের ভয়াবহ অগ্নিকান্ড!

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারে আগুন লেগে প্রায় ৭৫ দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। আগুনে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দোকানঘরগুলো কাঠ ও টিনের হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

রামগতি ফায়ার স্টেশনের ইনচার্জ (ভারপ্রাপ্ত) খোকন মজুমদার জানান, 'আমরা ও জেলা থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয় জনগণের সহায়তায় প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির সঠিক পরিমান তদন্ত সাপেক্ষে বলার যাবে।'

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, 'আমাদের বাজারের দোকানগুলো পুড়ে যাওয়ায় ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। অধিকাংশ ব্যবসায়ীই বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছেন। সরকার যদি ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ীকে সহযোগিতা না করে, তা হলে তাদের পথে বসতে হবে।'

রামগতির উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল মোমিন বলেন, আগুন লাগার ঘটনা শুনেই ভোরে ঘটনাস্থলে ছুটে যাই। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা সংগ্রহ করা হয়েছে। আগুনে পৌরসভার প্রায় ৫০টি দোকানঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের মাঝে খুব দ্রুত টিন, চাল এবং নগদ অর্থ সহায়তা প্রদাণ করা হবে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top