ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৩৪ জেলে আটক
ভোলা থেকে | প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ১৫:৪৩
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের অভয়াশ্রমে মাছ ধরায় ভোলার মেঘনা নদী থেকে ৩৪ জেলেকে আটক করেছে আইন শৃঙ্খলারক্ষা বাহিনী। জব্দ করা হয়েছে ৭ হাজার মিটার কারেন্ট জাল, ২টি বেহুন্দি জাল, ২টি নৌকা ও ২০ কেজি মাছ।
ভোলা সদর ও দৌলতখান উপজেলার মেঘনা নদীতে পৃথক অভিযানে এদের আটক করা হয়। ভোলা সদর উপজেলার ধনিয়া, শিবপুর ও ইলিশার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৩ জেলেকে আটক করা হয়।
এসময় মাছ ধরার কাজে ব্যবহৃত ২টি নৌকা, ২ হাজার মিটার কারেন্ট জাল, ২০ কেজি মাছ ও ২টি বেহুন্দি জাল জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়হানুল ইসলামের ভ্রম্যমান আদালত আটক ১৩ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। জাল গুলো আগুনে পুড়িয়ে ধংস করা হয়েছে।
একই সময়ে দৌলতখানের মেঘনা থেকে ২১ জেলেকে আটক করে মৎস্য বিভাগের অভিযানকারী দল। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার মিটার জাল জব্দ করা হয়। আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিচার করা হবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।