বরিশাল নগরীতে স্বাস্থ্যবিধি মানছে না কেউই
বরিশাল থেকে | প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ১৬:০৫
সম্প্রতি দেশে করোনা ভাইরাস সংক্রমণ এবং মৃত্যুর হার আশঙ্কা হারে বাড়লেও বরিশাল নগরীর সাধারণ জনগণ স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে চলাফেরা করছে।
১৪ই মার্চ রবিবার বরিশাল নগরীতে সরেজমিনে ঘুরে দেখা গেছে- সিটি কর্পোরেশন দ্বারা পরিচালিত সদর রোডের একমাত্র স্থাপিত হাত ধোয়ার ব্যবস্থা দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। মনে হচ্ছে অভিভাবকহীন খালি পানির ট্যাংক পড়ে আছে। তাছাড়া কোন স্বাস্থ্যবিধি মানছেও না সাধারণ জনগন। অধিকাংশের মুখে কোন মাস্ক নেই। সামাজিক দূরত্ব বজায় রেখে ও চলছে না।
বরিশাল নগরীর ব্যস্ততম এরিয়া সদর রোড, বিবির পুকুর, গীর্জা মহল্লা, চকবাজারের সব মার্কেটে সাধারণ মানুষ মাস্ক ছাড়া চলাফেরা করছে। অধিকাংশের সাথে শিশুদের দেখা গেছে। ভিড় না এড়িয়ে সবাই কেনাকাটা করতে ব্যস্ত। সবচেয়ে ভয়ংকর বিষয় যে- নগরী বিবির পুকুর পাড়ে ভ্রাম্যমান খোলা দোকানে খাবার বিক্রি হচ্ছে।এমনকি খাবার- কড়াই খোলা রেখে দোকানের সামনে ঝাড়ু দিচ্ছে। সেই খাবার ঘুরতে আসা দর্শনার্থীরা আবার খাচ্ছে। এতে সংক্রমণের আশঙ্কা শুধুই বাড়ছে।
এভাবে চলতে থাকলে খুব শীগ্রই বরিশাল নগরে করোনার দ্বিতীয় সংক্রমণের ঢেউ সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন নগরের সচেতন নাগরিক। তাদের দাবি প্রশাসন যেন খুব শীঘ্রই জনসচেতনামূলক মাইকিং, বাস্তবিক কার্যক্রম এবং সবার মাস্ক পরা নিশ্চিত করা পরিচালনা করে।
উল্লেখ্য গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন এবং নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ১৫৯ জন।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: বরিশাল স্বাস্থ্যবিধি করোনা ভাইরাস
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।