চাটমোহরে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালন

চাটমোহর থেকে | প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ১৬:৪৬

চাটমোহরে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালন

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালন উপলক্ষ্যে পাবনার চাটমোহরে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা, বড়াল রক্ষা আন্দোলন ও চিত্রগৃহ চাটমোহর যৌথভাবে এই কর্মসূচীর আয়োজন করে।

রোববার (১৪ মার্চ) সকাল এগারোটায় চিত্রগৃহ চাটমোহর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নদী নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় শতাধিক শিশু শিক্ষার্থী। পরে ‘বড়াল নদী দখল ও দূষণমুক্ত নদীর জীবন বাঁচান, বাংলাদেশ বাঁচান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজীব শাহরীন।

বড়াল রক্ষা আন্দোলনের সদস্য জয়দেব কুন্ডুর সভাপতিত্বে আলোচনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, বড়াল রক্ষা আন্দোলনের আহবায়ক ডা. অঞ্জন ভট্টাচার্য, সদস্য সচিব মিজানুর রহমান, চলনবিল রক্ষা আন্দোলনের জাতীয় পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিত্রগৃহ চাটমোহরের ব্যবস্থাপনা পরিচালক জেমান আসাদ। চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিচালনা ও বিচারক ছিলেন অঙ্কন শিক্ষক ও চিত্রগৃহ চাটমোহরের শিল্প পরিচালক মানিক দাস। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ৫টি শ্রেণীতে ২০ জন সেরা আঁকিয়ে শিশু শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top