কৃষক তাজুল হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, ১৩ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ২৩:২২

কৃষক তাজুল হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, ১৩ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের কটিয়াদীতে কৃষক তাজুল ইসলাম হত্যা মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৫ মার্চ) জেলার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহিম এ রায় প্রদান করেন। একইসঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে আর্থিক জরিমানার আদশে দিয়েছেন বিচারক।

রায় ঘোষণার সময় ফাঁসির সাজাপ্রাপ্ত দুই আসামি এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১১ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ২ আসামি পলাতক ছিলেন। এ ছাড়া এক আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার মামলা শিশু আদালতে বিচারাধীন।

যাবজ্জীবন সাজা পাওয়া আসামিরা হলেন মিজান, হামিদ, রহিম, ছাইদু, বাদল মিয়া, মোসত্মফা, রায়হান, হাবিব, ফারুক, জলে বেগম, আনিছা বেগম, হেনা বেগম, সোহেল। তারা সবাই নিহত কৃষক তাজুল ইসলামের প্রতিবেশী ও আশপাশের এলাকার বাসিন্দা।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top