গাইবান্ধায় বিদ্যুৎ গ্রাহকদের বিক্ষোভ

গাইবান্ধা থেকে | প্রকাশিত: ১৬ মার্চ ২০২১, ০৪:২১

গাইবান্ধায় বিদ্যুৎ গ্রাহকদের বিক্ষোভ

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর, বল্লমঝাড়সহ বিভিন্ন এলাকায় অপরিকল্পিতভাবে স্থাপিত বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইন স্থানান্তরের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিদ্যুৎ গ্রাহকরা।

সোমবার (১৫ মার্চ) সকাল ১১টায় সদর উপজেলার তুলশীঘাট পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ বিক্ষোভ সমাবেশ করে বিদ্যুৎ গ্রাহক সংগ্রাম পরিষদ।

সমাবেশে বক্তব্য রাখেন- বাসদ মার্কসবাদী জেলা পাঠচক্র ফোরামের সদস্য সচিব মনজুর আলম মিঠু, বিদ্যুৎ গ্রাহক সংগ্রাম পরিষদের নেতা সবুজ মিয়া, নূর মোহাম্মদ প্রমুখ।

বক্তারা বলেন, অপরিকল্পিতভাবে বাড়ি-ঘরের উপর দিয়ে বিদ্যুত সঞ্চালন লাইনের তার ও বৈদ্যুতিক খুঁটি স্থাপনের কারণে বহুতল ভবনতো দুরের কথা টিনসেড ঘর তৈরী করলেও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। ফলে দ্রুত এই অপরিকল্পিত বিদ্যুত সঞ্চালন লাইন ও খুঁটি স্থানান্তর করার দাবি জানান তারা।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top