সুনামগঞ্জে সাংবাদিক নির্যাতনের মুল হোতাসহ ২ জন কারাগারে
সুনামগঞ্জ থেকে | প্রকাশিত: ১৬ মার্চ ২০২১, ০৫:৩২
তাহিরপুর উপজেলায় স্থানীয় সাংবাদিক কামাল হোসেনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার মূল আসামি মাহমুদ আলী শাহ ও দীন ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. খালেদ মিয়ার আদালতে হাজির হয়ে আসামিরা জামিন চাইলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চলতি বছরের ১ ফেব্রুয়ারি দুপুরে জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু পাথর উত্তোলনের ছবি তুলতে গিলে স্থানীয় সাংবাদিক কামাল হোসেন নির্যাতনের শিকার হন।
প্রভাবশালীরা তাকে ধরে এলোপাতাড়িভাবে মারপিট করে এবং পরে তাকে গাছের সঙ্গে বেঁধে আবারও নির্যাতন করে গুরুতর আহত করে। এ সময় তার সাথে থাকা মোটরসাইকেল, মোবাইলফোন ও ক্যামেরা ছিনিয়ে নেয় হোতারা। সাংবাদিক কামাল হোসেনকে গাছে বেঁধে নির্যাতনের একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে তোলপাড় শুরু হয়।
কামাল হোসেন জাতীয় দৈনিক সংবাদ এবং সিলেটের আঞ্চলিক দৈনিক শুভ প্রতিদিনের তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এ ঘটনায় পরদিন কামাল হোসেন বাদী হয়ে ঘাগটিয়া গ্রামের মাহমুদ আলী শাহ, রইস উদ্দিন, দীন ইসলাম, মুশাহিদ তালুকদার ও মনির উদ্দিন নামোল্লেখসহ আরও ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে থাকায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
এরপর পুলিশ মামলার এজাহারভুক্ত ২নং আসামি রইস উদ্দিন ছাড়াও ঘাগটিয়া গ্রামের ফয়সল আহমদ, আনহারুল ইসলাম, তাহের হোসেন ও মাসরিবুল ইসলামকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।
পরে ওই আসামিরা জামিনে মুক্তি পায়। সোমবার মামলার এজাহারভূক্ত অপর চার আসামি মাহমুদ আলী শাহ, দীন ইসলাম, মুশাহিদ তালুকদার ও মনির উদ্দিন আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালতের বিচারক মাহমুদ আলী শাহ ও দীন ইসলামের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো আদেশ দেন। মামলার বাদী পক্ষের আইনজীবী সালেহ আহমদ দুই আসামির জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।