ভোলায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত
ভোলা থেকে | প্রকাশিত: ১৬ মার্চ ২০২১, ২০:১০
ভোলায় সামাজিক নিরাপত্তা সেবার মান উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। নাগরিক ফোরামের আয়োজনে ও কোস্ট্র ফাউন্ডেশনের সহযোগীতায় ভোলা অফিসার্স ক্লাব সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
এতে জেলা সমাজ সেবা কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, নাগরিক ফোরামের সদস্য, জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী ও আইনজীবীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহন করেন।
সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সুষ্ঠ বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে প্রকৃত হত-দরিদ্রদের তালিকা পেশ করুন, এটিই ছিলো সংলাপের প্রতিপাদ্য বিষয়।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা কর্মকর্তা নজরুল ইসলাম।
সভাপতিত্ব করেন, জেলা নাগরিক ফোরামের সভাপতি নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা খাতুন, সমাজ সেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যক্ষ শাফিয়া খাতুন, এ্যাড. মোঃ সাজাহান, নাগরিক ফোরামের সহ সভাপতি মোঃ মামুনুর রশিদ।
অনুষ্ঠানের উপস্থাপনা করেন, প্রকল্প সমন্বয়কারি ফজলুল হক। সংলাপের ২ টি উদ্দেশ্য ও ১০টি সুপারিশ তুলে ধরা হয়। অনুষ্ঠানে জেলা সদর, লালমোহন ও দৌলতখানের নাগরিক ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।