মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

সৈয়দপুরে বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নীলফামারী থেকে | প্রকাশিত: ১৭ মার্চ ২০২১, ০১:৩০

সৈয়দপুরে বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে বন্যপ্রাণী সংরক্ষণে স্বেচ্ছাসেবী সংস্থার ভূমিকা ও করণীয় বিষয়ে শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সভাটির আয়োজন করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এতে সহযোগিতা করে স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসিম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য রাবেয়া আলিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস, সামাজিক বন বিভাগ রংপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায়, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ওয়াইল্ড লাইফ ফরেনসিক ল্যাবের ঊর্ধ্বতন ল্যাব টেকনিশিয়ান কনক রায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ. রাশিদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মমতা সাহা, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু, সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন, সহ-সভাপতি বীথি ইসলাম, সাংগঠনিক সম্পাদক নওশাদ আনসারী প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি খুরশিধ জামান কাকন। এতে বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top