মুকসুদপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১৭ মার্চ ২০২১, ২২:০০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উৎযাপন উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামীীলগের নেতৃত্বে র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা আ'লীগের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সদর ঈদগাহ ময়দানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা আ'লীগের সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া।
উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদারের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সহ-সভাপতি আশ্রাফ আলী আশু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মে মুক্তু মুন্সি, সাংগঠনিক সম্পাদক সাব্বির খান, সদস্য হাফিজুর রহমান লেবু, মুকসুদপুর পৌর আও'লীগের সভাপতি আনোয়ার হোসেন মুন্সি, খান্দারপাড় ইউনিয়ন আ'লীগের সাধারন সম্পাদক মিলন হোসেন, সেচ্চসেবক লিগের প্রচার সম্পাদক শহিদুল ইসলাম সহ আ'লীগের অঙ্গসঙ্গঠনের নের্তৃবৃন্দ।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।