ভোলায় বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড
ভোলা থেকে | প্রকাশিত: ১৮ মার্চ ২০২১, ২৩:৩১
ভোলায় বাবাকে হত্যা মামলায় ছেলে আবু সায়েদকে মৃত্যুদণ্ড দিয়েছেন ভোলা জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হক।
বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে এ রায় দেয়া হয় বলে নিশ্চিত করেন পিপি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ আশরাফ হোসেন লাভু।
জানা গেছে, ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর আনন্দ পার্ট-১ গ্রামে ২০১৭ সালের ২৩ আগস্ট ছেলে আবু সায়েদ তার বাবা মুনাফ সাজির মাথায় শাবল দিয়ে আঘাত করেন। আহতকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।
পরদিন ২৪ আগস্ট তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বরিশালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠালে ২৫ আগস্ট ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: ভোলা মৃত্যুদন্ড রাষ্ট্রপক্ষের আইনজীবী ভোলা সদর শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল উন্নত চিকিৎসার
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।