সাতক্ষীরায় ছয় দিন ব্যাপী রেফারি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

সাতক্ষীরা থেকে | প্রকাশিত: ১৮ মার্চ ২০২১, ২৩:৫৭

সাতক্ষীরায় ছয় দিন ব্যাপী রেফারি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

সাতক্ষীরায় ৬ দিন ব্যাপী রেফারি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা ফুটবল রেফারীজ এ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে উক্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরার পুলিশ সুপার ও জেলা ফুটবল রেফারীজ এ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

চিংড়ি বাংলা লিমিটেড সাতক্ষীরার পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান, জেলা ফুটেবল এ্যাসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক, বিশিষ্ট্য সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা প্রমুখ।

প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়ীত্ব পালন করছেন, বাংলাদেশ ফুটবল রেফারীজ এ্যাসোসিয়েশনের ইন্সট্রাক্টর ও ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, নাজমুল হুদা ও সুজিত কুমার ব্যানার্জি।

প্রশিক্ষন কোর্সে সাতক্ষীরা জেলার ৭১ জন যুবক অংশ গ্রহণ করেছেন। আগামী ২৩ মার্চ সনদ বিতরনের মধ্য দিয়ে এই কোর্স শেষ হবে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top