শাল্লায় হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
সুনামগঞ্জ থেকে | প্রকাশিত: ২০ মার্চ ২০২১, ১৭:৪৩
সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সংখ্যালঘুদের বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম ওরফে স্বাধীন মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই সিলেট।
পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ উজ জামান গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, শুক্রবার (১৯ মার্চ) রাতে স্বাধীন মেম্বারকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, গত বুধবার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হককে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ৮৭টি সংখ্যালঘু বাড়িতে হামলা চালানো হয়। এসব বাড়ি থেকে টাকা, স্বর্ণালঙ্কার লুট হয়।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: সুনামগঞ্জ প্রধান আসামি গ্রেপ্তার শাল্লায় হামলা হিন্দু সংখ্যালঘু পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই সিলেট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।