গ্যারেজে টলি মেরামত করতে গিয়ে চালক নিহত
চুয়াডাঙ্গা থেকে | প্রকাশিত: ২০ মার্চ ২০২১, ২২:০৬
চুয়াডাঙ্গা দামুড়হুদার উপজেলা সদরের মটর গ্যারেজে ট্রাক্টরের টলি মেরামত করতে গিয়ে টলি চাপা পড়ে চালক হুসাইন (২৬) নামের একজন নিহত হয়েছে।
শনিবার সকাল ১০ টার দিকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকার মাসুদ মটর গ্যারেজে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ট্রাক্টর চালক উপজেলার হাউলি ইউনিয়ন কাদিপুর গ্রামের মৃত.মহব্বত আলীর ছেলে।দুর্ঘটনা টি ঘটার পর পর দামুড়হুদা মডেল থানার এস আই আমজাদ হোসেন ঘটনা স্থান পরিদর্শন করেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান,ট্রাক্টর চালক হুসাইন তার ট্রাক্টরের টলির সমস্যা নিয়ে মাসুদ মটরে নিয়ে আসেন।সকাল ১০ টার দিকে হুসাইন তার ট্রাক্টরের টলিতে হাইড্রলিক্স জক লাগানোর জন্য কাঠ দিয়ে টলির নিচে বসে মেরামত কাজ করছিলেন।
সেসময় হঠাৎ হাইড্রলিক্স জকটির স্প্রিং কেটে যেয়ে কাঠটি ভেঙ্গে পড়েন। এসময় ট্রাক্টরের নিচে থাকা চালক হুসাইন টলিটির নিচে পড়ে ঘটনাস্থলেই ট্রাক্ট চালক হুসাইন নিহত হন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আঃ খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।