সংখ্যালঘুদের বাড়িতে হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী থেকে | প্রকাশিত: ২০ মার্চ ২০২১, ২২:২১

সংখ্যালঘুদের বাড়িতে হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নয়াগাঁও গ্রামে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ৮০টি বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের উদ্যোগে শনিবার (২০ মার্চ) সকাল ১০টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এক প্রতিবাদী মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি ড. সুজিত সরকার।

বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, নগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. শরৎ চন্দ্র সরকার, নগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি আনন্দ কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ রনজিৎ সাহা, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার ঘোষ, নগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্তর্গত মতিহার থানার সভাপতি অসিত সরকার, কাটাখালি থানার সভাপতি বাপ্পি সরকার, বোয়ালিয়া থানার সভাপতি হৃদয় ঘোষ, নগর মহিলা পরিষদের অঞ্জনা সরকার, আদিবাসী মুক্তিমৌর্চার সাধারণ সম্পাদক ভাদু বাক্সে প্রমুখ।

সভায় শ্যামল কুমার ঘোষ বলেন, অবিলম্বে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নয়াগাঁও গ্রামে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলাকারী উগ্র মৌলবাদী প্রতিক্রীয়াশীল গোষ্ঠির সকলকে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে। ক্ষতিগ্রস্থ পরিবারসমূহকে ক্ষতিপূরণ ও বাড়িঘর নির্মাণ করে দিতে হবে।

এর আগে সংগঠিত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা আক্রমণের মামলা সমূহের বিচার দ্রুত নিষ্পত্তি করতে হবে। সংখ্যালঘু কমিশন গঠন ও সংখ্যালঘুদের উপর হামলার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন নগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা দেবাশীষ প্রামানিক দেবু, পূজা উদযাপন পরিষদ, জাতীয় পরিষদের সদস্য কার্তিক চন্দ্র হালদার, নগর পূজা পরিষদের সহ-সভাপতি গৌতম দাস, যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ সাহা, সাংগঠনিক সম্পাদক মৃদুল সাহা সহ নগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্তর্গত সকল থানার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ এবং মহিলা ঐক্য পরিষদের নেতাকর্মীবৃন্দ।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top