চা বাগানে রোমাঞ্চকর সাইকেল রেস

সিলেট থেকে | প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ০০:১৬

চা বাগানে রোমাঞ্চকর সাইকেল রেস

শুক্রবার সিলেটে চতুর্থবারের মত সিলেট সাইক্লিং কমিউনিটির আয়োজনে মালনিছড়া চা বাগানে ‘সুপারক্রিট এমটিবি সাইকেল রেস’ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টায় মালনিছড়া চা বাগানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সুপারক্রিট রেইসের দুই বিভাগে সারা দেশের ১১৫জন রেসার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

নারী বিভাগে ১০ জন রেইসার প্রতিযোগিতায় অংশ নেন। পুরুষদের জন্য ২৫ কিলোমিটার আর নারীদের জন্য ছিল ১৭ কিলোমিটার। পুরুষ বিভাগে বিজয়ী হলেন, মাহতাব ইবনে আজাদ (প্রথম), দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন ও তৃতীয় হয়েছেন তাহসিন আহমদ। নারী বিভাগে প্রথম হয়েছেন সাদিয়া সিদ্দিকী, দ্বিতীয় হয়েছেন মনিকা সিনহা এবং তৃতীয় হয়েছেন দোলা বড়ুয়া।

রেস পরিচালনায় ছিলেন ডা. ওরাকাতুল জান্নাত। প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে ছিলেন আলী কামাল সুমন, নুসরাত জাহান, রাফি শাহ এবং মোহাম্মদ আবদুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাফাজ হোলসিম বাংলাদেশ লিমিটেড এর হেড অফ মার্কেটিং এহতেশাম চৌধুরী, আঞ্চলিক প্রধান জাফর সাদেক, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ। এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় ছিলো সুপারক্রিট সিমেন্ট।

রেস শেষে সকাল ১০টায় বিজয়ীদের হাতে নগদ টাকা, সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেয়া হয়। এছাড়াও অংশগ্রহণকারী সকল রেইসারদের মেডেল দেয়া হয়।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top