পাবনায় শুরু হয়েছে বইমেলা ও পুস্পক প্রর্দশনী
পাবনা থেকে | প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ০০:৩৮
ঢাকার পাশাপাশি প্রতিবছরের ন্যায় জেলা শহর পাবনাতেও শুরু হয়েছে ২৫ দিন ব্যাপী বইমেলা ও সপ্তাহব্যাপী পুস্পক প্রর্দশনী। পাবনার শতবর্ষের ঐতিহ্যাবাহী অন্নদা গোবিন্দ পবলিক লাইব্রেরীর উদ্যোগে ও বইমেলা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় শহরের বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতাচত্বরে শুক্রবার রাতে বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ঠ শিক্ষাবিদ অধ্যাপক মোহম্মদ কামরুজ্জামান।
বইমেলা উদযাপন পরিষদের সভাপতি শিক্ষাবিদ শিবজিত নাগের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সভাপতি বিশিষ্ঠ শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু পাবনা জেলা প্রশানসক কবীর মাহামুদ, পুলিশ সুপার মোহম্মদ মহিবুল ইসলাম খান, পাবলিক লাইব্রেরীর মাহাসচিব আব্দুল মতিন খানসহ অনেকে। এর আগে সন্ধায় অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে শতবর্ষের সংগৃহীত সপ্তাহব্যাপী পুস্তক প্রর্দশনী উদ্বোধন করা হয়।
স্বাস্থ্যবিধি মেনে মেলা প্রতিদিন সকাল ১১ টা থেকে চলবে রাত ১০টা পর্যন্ত। প্রতিদিনি থাকবে বিষয় ভিত্তিক আলোচনাসভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক। জেলার প্রায় অর্ধশত সাংস্কৃতিক সংগঠন এই বইমেলাতে তাদের সাংস্কৃতিক কর্মকান্ড পরিবেশন করবেন। এছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে থাকছে বিষয় ভিত্তিক প্রতিযোগিতা।
এছাড়াও বইমেলার উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রীর নির্দেশে পাবনা শ^রদী উপজেলার শারীরিক প্রতিবন্ধী হীরক আহম্মেদ নামে এক যুবককে একলক্ষ একহাজার টাকার চেক তুলেদেন আমন্ত্রিত অতিথিরা। এই যুবক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নিজের অর্থায়নে ১’শ ২০ ফুট দৈর্ঘ্যের ৮শত পাউন্ড ওজনের একটি কেক তৈরি করে দেশব্যাপী আলোরন সৃষ্টি করে। এই খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পরে প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। আর তার এই ভালোবাসার মূল্যায়নের জন্য তাকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা স্বারক ও অর্থ সহযোগিতা প্রদান করা হয়।
উল্লেখ্য প্রতিবছর ফেব্রুয়ারী মাসে ঢাকার সাথে সাথে পাবনাতেও মাস ব্যাপী বই মেলে চলেও এ বছর করোনার করণে সরকারের সিদ্ধান্ত অনুসরণ করে মার্চ মাসে বই মেলার আয়োজন করা হয়। আগামী ১৩ এপ্রিল শেষ হবে এবারের বইমেলা। এবারের বইমেলাতে প্রায় ৪০টি বইয়ের স্টল রয়েছে। গত বছর এই বইমেলাতে প্রায় কোটি টাকার বই বিক্রি হয়েছিলো।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।